
দিনাজপুরের ডাঙ্গাপারায় বরেন্দ্র এক্সপ্রেসের বগির চাকা ক্রটির কারণে টেন বিকল হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বরেন্দ্র এক্সপ্রেসের চাকায় ত্রুটি দেখা দেয়। এতে বিপাকে পড়েছে যাত্রীড়া।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।
তিনি আরও বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে নেয়া হয়েছে। এখন উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে।
ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ইঞ্জিনের কাপলিং খুলে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার (পার্টিং) কারণে এই সমস্যাটি হয়। পরবর্তীতে টিএক্সআর’র লোকজন এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। আপাতত ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি নিয়ে হিলি পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]