কুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৭ শতাংশ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১২
কুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৭ শতাংশ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'এ' ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।


শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


জানা যায়, এ বছর 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩০০টি আসনের বিপরীতে ৪৬ হাজার ৩৩৬ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলো ৩১ হাজার ২৪১ জন ভর্তিচ্ছু। এরমধ্যে কুমিল্লা অঞ্চলের ২৯ হাজার ৮২১ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলো ১৯ হাজার ৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রের ১৬ হাজার ৫১৫ জন আবেদনকারী ভর্তিচ্ছুর মধ্যে উপস্থিত ছিলো ১১ হাজার ৭৭৬ জন।


ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম বলেন, ভর্তি পরীক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীরা যে সহযোগিতা দিয়েছে, তাদের কাছে আমরা ঋণী হয়ে থাকব। বিশেষ করে গ্যাসের বিষয়টি, এছাড়া অভিভাবকদের থাকা-খাওয়ার ব্যবস্থা গুলো। আমি আশা করব, আগামী পরীক্ষাতেও তারা সহযোগিতা করবে।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, এই বছর দুইটা কেন্দ্রে আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে। কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও হচ্ছে। দুইটা কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজিত হচ্ছে। কোন প্রকার ত্রুটির অভিযোগ আমরা পাইনি। সবার সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষা আয়োজিত হচ্ছে।


উল্লেখ্য, আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা অবধি 'বি' ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/প্রসেঞ্জিত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com