ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ এয়ারগান উদ্ধার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:১২
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ এয়ারগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের রেলস্টেশন এলাকার একটি ফার্মেসির সামনে পরিত্যাক্ত রেললাইনের কাঠের স্লীপারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান এবং ৬০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।


এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃতএয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com