সর্বনিম্ন দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়?
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৬
সর্বনিম্ন দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি নারী-পুরুষের ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম। আর এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার। এটি পরিশোধ করা ইসলামের বিধান। দেনমোহর শুধু একটা অঙ্ক ধরে রাখার নাম নয়। বরং তা পরিশোধ করা আবশ্যক। অনেকে জানতে চান, সর্বনিম্ন দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়?


এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে; তাহলো বর কনে বা তাদের অভিভাবকরা সাক্ষীদের সামনে ইজাব (প্রস্তাব) ও কবুল (গ্রহণ) করবে।


দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষীর উপস্থিতি আবশ্যক। দেনমোহর নির্ধারণ বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নির্ধারিত না হলে মোহরে মিছাল (সমমান মোহর) ধার্য করতে হবে।


দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন, وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ


অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)যা পাত্রী ও পাত্রপক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়। বর্তমান সমাজে এই দেনমোহর নির্ধারণে একচেটিয়া সিদ্ধান্ত নিতে দেখা যায়।


দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত নয়। তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। অনেকে নিজেকে খুব বেশি উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটা খামখেয়ালিপনা। ইসলামি শরিয়তের বিধান হলো- বিয়েতে সর্বনিম্ন দেনমোহর ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।


নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১০ দিরহামের কম কোনো দেনমোহর নেই। বায়হাকি শরীফ, ৭/২৪০)


বাজারের তারতম্যের ভিত্তিতে পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য যখন যে হারে হয়- দেনমোহরের সর্বনিম্ন মূল্যও তখন তা হবে। স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ বিবেচনা করাও উচিত। (বাদায়েউস সানায়ে : ২য় খণ্ড, ২৭৫ পৃষ্ঠা)


যদি কোনো বিয়ে এমন হয় যে, যেখানে দেনমোহর উল্লেখ করা হয়নি কিংবা দেনমোহর দেয়া হবে না এই শর্ত করা হয়, তাহলে ওই শর্ত বাতিল হবে এবং ওই বিয়েতেও স্বামীর ওপর স্ত্রীকে দেনমোহর আদায় করা আবশ্যক হবে। এ ক্ষেত্রে অবশ্য সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নয়; বরং ‘মোহরে মিছিল’ ওয়াজিব হবে। আর মোহরে মিছিল হলো স্ত্রীর বাবার দিকের বিবাহিত নারী অর্থাৎ বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দীনদারি, বয়স, সৌন্দর্য, গুণাবলি ও জ্ঞান-গরিমা ইত্যাদিতে তার মতো হয়, তাদের মোহরের অনুপাতে অনুরূপ দেনমোহর নির্ধারণ করা। (হেদায়া: ৩৭)


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com