পড়া মনে রাখার দোয়া ও স্মৃতিশক্তি বৃদ্ধির আমল
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:২৭
পড়া মনে রাখার দোয়া ও স্মৃতিশক্তি বৃদ্ধির আমল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্মৃতিশক্তি প্রখর হওয়া আল্লাহর এক বিশেষ নেয়ামত। অনেক সময় কঠোর পরিশ্রম করেও আমরা পড়া মনে রাখতে পারি না বা দ্রুত ভুলে যাই। পবিত্র কোরআন ও প্রিয় নবীজি (সা.)-এর সুন্নাহতে এর চমৎকার সমাধান রয়েছে। নিচে পড়াশোনা ও স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া এবং আমলসমূহ বিস্তারিত দেওয়া হলো:


জ্ঞান বৃদ্ধির সবচেয়ে সহজ দোয়া
আল্লাহ তাআলা স্বয়ং নবীজি (সা.)-কে এই দোয়া শিখিয়েছেন। যখন ওহি আসত, নবীজি (সা.) তা দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাঁকে তাড়াহুড়া করতে নিষেধ করে এই দোয়া পড়তে বলেন।


আরবি দোয়া:رَبِّ زِدْنِي عِلْمًا


বাংলা উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।


অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা তোহা: ১১৪)


পড়া মনে রাখা ও মুখের জড়তা দূর করার দোয়া


হজরত মুসা (আ.) যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। এটি মনোযোগ বৃদ্ধি ও মুখের জড়তা কাটাতে অত্যন্ত কার্যকর।


আরবি দোয়া:رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي


বাংলা উচ্চারণ: রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি।


অর্থ: হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন; যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তোহা: ২৫-২৮)


জ্ঞান অর্জনের দোয়া :ফেরেশতারা যখন আল্লাহর কাছে তাঁদের সীমাবদ্ধতা প্রকাশ করেছিলেন, তখন তাঁরা এই পবিত্র বাক্য পাঠ করেছিলেন:


سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا، إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ


বাংলা উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।


অর্থ: আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন—তা ছাড়া আমরা আর কিছুই জানি না; নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন ও প্রজ্ঞাবান। (সুরা বাকারা: ৩২)


নবীজি (সা.) থেকে বর্ণিত বিশেষ দোয়া
আরবি:اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا


বাংলা উচ্চারণ: আল্লাহুম্মান ফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা।


অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দিন এবং আমার জ্ঞান বাড়িয়ে দিন। (জামে তিরমিজি: ৩৫৯৯)


স্মৃতিশক্তি বৃদ্ধির ১০ আমল
দোয়ার পাশাপাশি বাস্তব জীবনে কিছু আমল স্মৃতিশক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়:


১. ইখলাস বা বিশুদ্ধ নিয়ত: আপনার পড়াশোনার উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের কল্যাণ।
২. পাপ থেকে দূরে থাকা: ইমাম শাফেয়ি (র.) বলেছিলেন, পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসঙ্গে থাকতে পারে না। গুনাহ করলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়।
৩. বেশি বেশি জিকির করা: আল্লাহ বলেন, ‘যখন ভুলে যান, তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন।’ (সুরা কাহাফ: ২৪)
৪. মুখস্থ বিষয়ের ওপর আমল করা: আপনি যা শিখলেন, তা বাস্তব জীবনে প্রয়োগ করুন।
৫. অন্যকে শেখানো: কোনো বিষয় অন্যকে শেখালে সেটি নিজের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়।
৬. মস্তিষ্কের উপকারী খাদ্য: মধু ও কিশমিশ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়া ওমেগা-৩-যুক্ত খাবার ও জয়তুনের তেল বেশ উপকারী।
৭. পরিমিত বিশ্রাম ও ঘুম: রাতে পর্যাপ্ত ঘুম এবং দুপুরে সামান্য সময় বিশ্রাম (কায়লুলা) মস্তিষ্ককে চাঙা রাখে।
৮. অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ: অতিরিক্ত আড্ডাবাজি ও সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় সময় ব্যয় করা মনোযোগ নষ্ট করে।
৯. পদ্ধতিগত পড়াশোনা: হেঁটে পড়া, জোরে পড়া বা নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস করুন—যা আপনার স্মৃতিতে দ্রুত কাজ করে।
১০. হাল না ছাড়া: কোনো কিছু শুরুতে কঠিন মনে হলেও আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা চালিয়ে যেতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com