
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের শ্রী শ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমার মোবাইল নম্বর এই মন্দিরের সামনে বড় করে লিখে রেখে যাব। যেকোনো সময় আমাকে কল দেবেন। আপনাদের বিপদে আমি পাশে থাকব। বিপদ যেন না হয়, সেইভাবেই টাঙ্গাইল চলবে।”
তিনি বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রাজনীতি করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই ধানের শীষের পক্ষে ভোট দেবেন। নির্বাচিত হলে টাঙ্গাইলে সহাবস্থান ও শান্তি নিশ্চিত করা হবে।
টুকু আরও বলেন, টাঙ্গাইলের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যেন দেশব্যাপী উন্নয়নের তালিকায় টাঙ্গাইল শীর্ষস্থানে থাকে।
তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নেবে। দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ।”
তিনি বলেন, দেশ যেন কোনো উগ্রবাদীর হাতে না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষ কার কাছে নিরাপদ, সেটিই এবার সিদ্ধান্তের বিষয়।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সহমর্মিতাপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও তুলে ধরেন।
সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, সুলতান সালাউদ্দিন টুকু একজন জাতীয় নেতা। তিনি এলাকার মানুষের কল্যাণে রাজনীতি করছেন। তার মতো যোগ্য নেতাকে পেয়ে টাঙ্গাইলবাসী গর্বিত। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অমল ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের সভাপতি বাবু স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]