ভারতের সঙ্গে বন্দি বিনিময়: বাংলাদেশি ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৫
ভারতের সঙ্গে বন্দি বিনিময়: বাংলাদেশি ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ও ভারত দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়ের পর বাংলাদেশি ১২৮ জন জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড।


শুক্রবার (৩০জানুয়ারি) বিকালে মোংলা কোস্ট গার্ডের পশ্চিম জোন মোংলার কর্মকর্তা কমান্ডার শাহ্ কামরুজ্জামান, অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য শিকারের সময়ে ২৩ জন ভারতীয় জেকে আটক করা হয়। ভারতীয় জলসীমায় প্রবেশের দায়ে ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।


অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(২৯জানুয়ারী) বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের হস্তান্তর-গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়।


কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ভারতীয় ২টি ফিসিং বোট এফবি শুভ যাত্রা ও এফবি অনি সহ মোট ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভিজয়া এর কাছে হস্তান্তর করা হয়।


ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক থাকা বাংলাদেশি ৫টি বোট এফবি আদিব, এফবি মায়ের দোয়া, এফবি নুরে মদিনা, এফবি আমিনা গণি, এফবি আল্লাহ মালিকসহ ১২৮জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com