মহেশপুর সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:০৯
মহেশপুর সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে ৭৭ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণসহ আটক করেছে ৫৮ বিজিবি ।


শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে আট দিকে উপজেলার খোশালপুর বাজার থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয় ।


আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে ।


৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে খোশালপুর বাজারের ব্রীজের উপর চেকপোষ্ট বসায় বিজিবি। এসময় সন্দেহভাজন ফয়সাল হাসান শিশিরকে দেখতে পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ পিস স্বর্ণের বার এবং সাথে ছোট ১টি স্বর্ণের টুকরা পাওয়া যায় । যা সে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিল ।


তিনি আরও জানান, স্বর্ণের সর্বমোট ওজন ৩৫৮.৮৪ গ্রাম যার মূল্য ৭৭ লাখ ৫২ হাজার টাকা। আটক আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com