
নরসিংদী চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত শরিফ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গত বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, একই গ্রামের তার চাচাতো ভাই শাকিল মিয়ার সাথে নিহত শরিফ মিয়া একই সাথে চলা ফেরা করতো এবং এ দুই জনের মধ্যে খুবই মিল ছিল। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শরিফ মিয়া এবং শাকিল মিয়ার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে শাকিল তার চাচাতো ভাই শরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের চাচা জহিরুল ইসলামও গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে মারা যায় শরিফ। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত শরিফের পিতার নাম আসাদ মিয়া এবং তার চাচাতো ভাই শাকিলের পিতার নাম বাদল মিয়া বলে জানা গেছে।
এব্যাপারে শিবপুর থানায় মামলা প্রক্রিয়াধিন বলে জানান শিবপুর থানার এসআই মাসুদুর রহমান।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]