
ঝিনাইদহের কোটচাঁদপুরে ধানের শীষের পক্ষে বাক-প্রতিবন্ধীদের ভিন্ন ধরনের নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের দি-পিজন ক্লাব চত্বরে জাতীয় বধির ঐক্য পরিষদ কোটচাঁদপুর উপজেলা বাক-প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এই নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
ক্যাম্পেইনে এসময় উপস্থিত ছিলেন, আয়োজক বাক-প্রতিবন্ধী হাসান জাকির মাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম রাজিব হাসান দিপু, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমূখ।
ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫ জন বাক-প্রতিবন্ধী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সে-সময় বাক-প্রতিবন্ধীরা তাদের অঙ্গ-ভঙ্গিমায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]