চাঁদাবাজির কারণে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার ঘুম হারাম: আমির
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:০১
চাঁদাবাজির কারণে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার ঘুম হারাম: আমির
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দলের পক্ষ থেকে ঘরে ঘরে কার্ড বিতরণ করা হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন।


তিনি বলেন, দেশে এখন চাঁদাবাজির কারণে রাস্তার ভিক্ষুক থেকে শিল্পপতি পর্যন্ত সবার ঘুম হারাম। এদের চাঁদাবাজির কারণে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তোমরা মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এ পথ থেকে ফিরে আসো। এই দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে দেশে মাঠে ঘাটে হাটে সর্বত্র চাঁদাবাজি হয়। সেই দেশকে কেউ সভ্য বলবে না।


শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, সব জায়গায় গণজোয়ার শুরু হয়েছে। এসব দেখে তারা দিশেহারা হয়ে গেছে। এখন তারা দিশেহারা হয়ে মা বোনদের গায়ে হাত দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের কাছে মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি। মায়েদের গায়ে হাত দিলে আমরা আপনাদের ছেড়ে কথা বলব না।


তিনি বলেন, আমরা তোমাদের আহ্বান করব তোমরাও আমাদের সন্তান, তোমরা এখন চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ তাআলা আমাদের যে রিযিক দিয়েছে তা ভাগাভাগি করে খাব। তারপরও চাঁদাবাজি বন্ধ করে দাও। তোমরা হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না।


একটি দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, আমি তোমাদের জিজ্ঞেস করি- মাঘ মাসে যদি তোমাদের মাথা এতো গরম হয়, চৈত্র মাসে তোমাদের মাথার চান্দিটা কেমন হবে।


তিনি বলেন, তাদের গরম হওয়ার কারণ হলো- মায়েরা এখন সরাসরি বলছে আমরা এমন অনিরাপদ বাংলাদেশ আর চাই না। আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লা এবং তার সঙ্গীরাই এমন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম। এটাই মায়েদের অপরাধ। এদেশের মা এবং বোনেরা ১১ দলীয় জোটকে বেছে নেওয়ায় তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা মায়েদের গায়ের ওপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের ওপর চাবুক চলবে না।


তিনি আরও বলেন, যে দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে সেই দামাল ছেলেরা এখন ঘুমিয়ে নেই। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনও চিন্তা করেন, এই দামাল ছেলেরা সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না।


নির্বাচনী জনসভায় জামায়াত আমির কুমিল্লা-৯ ও ১০ আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


কুমিল্লা-৯ আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্র শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির শাহজাহান, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, অ্যাডভোকেট বদিউল আলম সুজন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com