
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী-২ নির্বাচনী এলাকার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় ড. মঈন খান বলেন, এদেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী কোন চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী না। তাই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা প্রমুখ।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]