মাটির ব্যাংক ভেঙে নির্বাচন করছেন ডা. মনীষা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫
মাটির ব্যাংক ভেঙে নির্বাচন করছেন ডা. মনীষা
ববি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল-৫ (সদর) আসনে গণমানুষের দেওয়া টাকায় নির্বাচন করতে চাওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী একশটি মাটির ব্যাংক বিতরণ করেছিলেন।


শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের কার্যালয়ে প্রথম ধাপে ১০টি ব্যাংক ভেঙে ১০ হাজার টাকা পেয়েছেন তিনি।


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বরিশাল- ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষার পক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান নেতারা।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জন্মলগ্ন থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম করে আসছে। সেই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে দেখছে দলটি। বাসদের পক্ষ থেকে বরিশাল-৫ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।


বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে নির্বাচন মানেই টাকার খেলা। বাস্তবে অনেক ক্ষেত্রে কালো টাকা ও পেশিশক্তির দাপটে নির্বাচন জনগণের হাতছাড়া হয়ে পড়েছে। কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থ রক্ষার বদলে পাঁচ বছরে সেই অর্থ বহু গুণে তুলে নেওয়াই অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাদের কাছে নির্বাচন ব্যবসা, আর সংসদ একটি লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।


বাসদ এই রাজনীতির সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, জনগণের স্বার্থে যদি নির্বাচন হয়, তবে সেই নির্বাচনের খরচও জনগণই বহন করবে এটাই নৈতিকতা। সে কারণেই বাসদের নির্বাচনী শ্লোগান "ভোট দিন, ভোটের খরচ যোগান, জনগণের পক্ষের সৎ, যোগ্য ও নীতিবান প্রার্থীকে নির্বাচিত করুন।”


সংবাদ সন্মেলনে জানানো হয়, ইতিমধ্যে বরিশালের বিভিন্ন রিকশা গ্যারেজ, হোটেল ও বাসাবাড়িতে নির্বাচনী অর্থ সংগ্রহের জন্য শতাধিক মাটির ব্যাংক সরবরাহ করা হয়েছে। সাধারণ মানুষ প্রতিদিনের হাতখরচ থেকে বা এক কাপ চা কম খেয়ে ২, ৫ কিংবা ১০ টাকা করে এসব ব্যাংকে জমা দিচ্ছেন।


তারা আরও জানান, এক মাস আগে বিতরণ করা মাটির ব্যাংকগুলোর একটি বড় অংশ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে দলটি প্রমাণ করতে চায় ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে নয়, গণমানুষের অর্থায়নে নির্বাচন করছে বাসদ। পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমেও সহায়তা গ্রহণ করা হচ্ছে।


সংবাদ সন্মেলনে মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে বলা হয়, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশে যদি সংসদের নামে আবারও কোটিপতিদের আড্ডাখানা গড়ে ওঠে, তবে তা হবে শহিদের রক্তের অবমাননা।


বাসদ নেতারা বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। সংসদকে জনগণের ক্ষমতার কেন্দ্রে পরিণত করতেই তারা গণমানুষের সহায়তায়, মাথা উঁচু করে নির্বাচনে অংশ নিচ্ছেন। লক্ষ্য শুধু জয় নয় এই লুটপাটের ব্যবস্থাকে বদলানো।


এসময়ে উপস্থিত ছিলেন, বাসদের বরিশাল -৫ আসনের প্রার্থী ডা.মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সদস্য সুজন আহমেদ ও শহিদুল হাওলাদার।


বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com