
পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০জানুয়ারি) সকালে কাউখালী উপজেলার কে.জি ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন,উপজেলা নির্বাচন অফিসার আরিফ বিল্লাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঢাকা এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
বিবার্তা/রবিন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]