
সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাধারী বাংলাদেশ উড়ন্ত সূচনা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) পোখারায় উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২–০ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুন্কি আক্তার একাই করেছেন চার গোল, তৃষ্ণা রানী সরকার পেয়েছেন হ্যাটট্রিক।
শুরু থেকেই ম্যাচে দাপট নিয়ে খেলেছে বাংলাদেশ, তবে গোলের দেখা মিলতে সময় লাগে। ২৮তম মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত কর্নার সরাসরি জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মামনি চাকমা।
৪৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে সৌরভী আক্তার প্রীতির চমৎকার দৌড় থেকে আসা বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। এক মিনিট পরই ব্যবধান বাড়ান মুন্কি, বক্সের বাঁ দিক থেকে নিখুঁত শটে ভুটান গোলরক্ষক সোনাম চোডেনকে পরাস্ত করেন তিনি। যোগ করা সময়ে পুজা দাসের ক্রস নিয়ন্ত্রণ করে ঘুরে দাঁড়িয়ে আবারও জালে বল জড়ান মুন্কি- বিরতিতে বাংলাদেশ এগিয়ে যায় ৪–০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও একচেটিয়া আক্রমণ চালায় বাংলাদেশ। ৫৪তম মিনিটে বক্সের ভেতর শক্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৬০তম মিনিটে ভুটান গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে চিপ শটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
৭৩তম মিনিটে গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির সুযোগে স্কোরলাইন ৭–০ করেন আলপি আক্তার। ৮১তম মিনিটে থ্রু বল থেকে নিখুঁত প্লেসমেন্টে হ্যাটট্রিক পূর্ণ করেন মুন্কি। ৮৬তম মিনিটে আলপির ট্যাপ-ইনে নবম গোল। যোগ করা সময়ে আলপির কাটব্যাক থেকে শান্ত ফিনিশে নিজের চতুর্থ ও দলের দশম গোল করেন মুন্কি। এরপর অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও আলপি আরও একটি করে গোল যোগ করলে ১২–০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
টুর্নামেন্টের আগে শিরোপার চেয়ে খেলোয়াড় উন্নয়ন ও প্রতিভা খোঁজায় জোর দেওয়ার কথা বলেছিলেন ইংলিশ কোচ পিটার বাটলার। বাংলাদেশ নারী ফুটবল লিগের ব্যস্ততা শেষে সীমিত প্রস্তুতি নিয়েই পোখারায় এসে তার দল যে কতটা প্রস্তুত, সেটিই যেন প্রমাণ করল এই একতরফা জয়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]