
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জনগণের মুখোমুখি হয়েছেন রংপুর-১ আসনে সংসদ সদস্য (এমপি) সকল প্রার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারি) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনগণের মুখোমুখি হন তারা।
উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মো. আনাস ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আহসানুল আরেফিন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রার্থীগণ নিজেদের প্রত্যাশার কথা জনগণের সামনে তুলে ধরেন ও জনগণের প্রশ্নের উত্তর দেন এবং অঙ্গীকারনামা স্বাক্ষর করে একে অপরের হাতে হাত রেখে জনগণের সামনে অঙ্গীকার করেন। অঙ্গীকারে প্রার্থীগণ বলেন নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন। দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণ এ প্রশ্রয় দিবেন না। এছাড়া পরাজিত হলে গণরায় মাথা পেতে নিবেন এবং বিজয়ীকে সর্বাত্মক সহযোগিতা ও বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত জনগণ শপথ বাক্য পাঠ করেন, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন কালো টাকার বিনিময়ে ভোট দিবেন না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অনুষ্ঠান উপস্থাপন করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ মেহজাবীন মৌ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুজনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়ুথ সদস্যবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]