
বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপিকে ক্ষমতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে সকাল সকাল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়া আহ্বান জানান।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ নির্বাচনী এলাকার ঘোড়াশাল দক্ষিনচরপাড়া গ্রামে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, বিএনপি বাংলাদেশের কোটি কোটি দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। যেখানে সকল অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর হবে।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ প্রমুখ।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]