
জাতিকে অমানিষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাঁচাতে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (৭ নভেম্বর)মহান সিপাহি জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষ্যেঅলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। দিবসটি উপলক্ষ্যে এদিনসকাল সাড়ে ১১ টায় শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকারী সভাপতি এড. রবিউল আলম। সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আসলাম খান বাবু, জাসদ ঢাকামহানগর পূর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।
সভায় এড. রবিউল আলম বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্তাকে জিইয়ে রেখে জাতীয় সংসদের একপাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে-যা সামাল দেয়া ক্ষমতাসীন অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না।
তিনি বলেন, জাতিকে অমানিষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাঁচাতে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সভায় বক্তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যাকাণ্ড রুখে দেয়ার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]