 
        
 অঅ-অ+
অঅ-অ+
                    ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম, তার সেই বিশ্বাসভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩১ অক্টোরব) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ৯ মাস আলোচনা করেছে ঐকমত্য কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। এজন্য আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বৃষ্টি উপক্ষো করে ছাতা মাথায় জুলাই সনদে সাক্ষর করলাম। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেয়া হলো, সেখানে অনেক পার্থক্য ছিল। আমরা যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম, সেই বিশ্বাসভঙ্গ করেছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি।’
বিএনপি সংস্কারের দল উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তখন সব পত্রিকা বন্ধ ছিল, তিনি সেগুলো খুলে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সবই শুরু করেছিলেন শহীদ জিয়া। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেনশিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে আসেন। আমরা প্রথমে তা না মানলেও, তিনিই নির্বাচন করে মেজরিটি নিয়ে এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেন। সেই ব্যবস্থার অধীনে চারটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
তিনি আরও বলেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না, তারা জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপি সব সময় সংস্কারের পক্ষে। আগে ১০ দফা, পরে ২৭ দফা, এরপর ৩১ দফা দিয়েছে, সবই সংস্কারের জন্য। আমরা প্রত্যেকটি সভায় উপস্থিত থেকেছি, আলোচনা করেছি, শেষ পর্যন্ত ঐক্যমতের সনদে সই করেছি। বিভ্রান্তি যদি আসে, সেটা ঐকমত্য কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে এসেছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে তা চায় বিএনপি। সেই নির্বাচন বানচালে একটি মহল উঠেপড়ে লেগেছে।’
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের দিন দুই ব্যালটে ভোট হবে। একটি গণভোটের ব্যালট, আরেকটি সংসদ ভোটের ব্যালট।’
একটি দলকে উদ্দেশ্য করে তিনি বেলন, ‘জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, বাংলাদেশ হওয়ার বিপক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন। এখন জনগণ যা চায় তার বিরোধিতা করবেন না দয়া করে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]