ডাকসুর সাবেক ভিপি অধ্যাপিকা মাহফুজা খানমের মৃত্যুতে জাসদের শোক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৭
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপিকা মাহফুজা খানমের মৃত্যুতে জাসদের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) একমাত্র সাবেক নারী ভিপি অধ্যাপিকা মাহফুজা খানমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।


সোমবার (১২ আগস্ট) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।


বিবৃতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) একমাত্র সাবেক নারী ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, পেশাজীবী নারী সমাজের সভানেত্রী, দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অংশীজন, নারী আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা, শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।


জাসদের বিবৃতিতে আরও বলা হয়, দেশ ও জাতির জন্য অপরিসীম অবদান রাখার জন্য অধ্যাপিকা মাহফুজা খানম চির স্মরণীয় হয়ে থাকবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com