
আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমি হাওলাদার নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো চেয়ারম্যান হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা, যিনি এতদিন জি এম কাদেরের নেতৃত্বে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১১ আগস্ট, সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করে নিয়েছেন পার্টির ‘নব নির্বাচিত’ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি বাবলার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম শাক্তিশালী ও গতিশীল হবে। সেই সাথে তিনি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় পার্টির সকল কার্যক্রেমে সক্রিয়ভাবে ভুমিকা রাখবেন।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি বাবলার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম শাক্তিশালী ও গতিশীল হবে। সেই সাথে তিনি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় পার্টির সকল কার্যক্রেমে সক্রিয়ভাবে ভুমিকা রাখবেন।”
২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সবশেষ সম্মেলন হয়েছিল। ছয় বছর পর গত শনিবার জি এম কাদেরকে বাদ রেখে দলটির দশম জাতীয় সম্মেলন হয়। সেখানে আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন।
সারা দেশ থেকে আসা প্রায় তিন হাজার কাউন্সিলরদের কণ্ঠভোটে নতুন সভাপতি-মহাসচিব নির্বাচিত হন বলে দলের তরফ থেকে জানানো হয়।
জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদকে করা হয়েছে দলের সিনিয়র কো-চেয়ারম্যান। আর কাদেরের মহাসচিবের দায়িত্ব থেকে বহিষ্কৃত মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান পদে এসেছেন।
দলের চেয়ারম্যান জি এম কাদের গত ৭ জুলাই তখনকার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের ১০ নেতাকে অব্যাহতি দিয়েছিলেন।
পরে অব্যাহতি পাওয়া নেতারা আদালতের দ্বারস্থ হলে ৩১ জুলাই জি এম কাদের এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। এরপর তাকে বাদ দিয়েই গেল জাতীয় কাউন্সিল করেন বিদ্রোহী জ্যেষ্ঠ নেতারা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]