
বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের পর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে তা আন্দাজ করতে পেরেছে দল।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে।
এ হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি।
এটা কারা করেছে আন্দাজ করতে পারছি, আমরা প্রকাশ্যে যেহেতু দেখিনি তাই নাম বলছি না এখনও, এটা কারা করেছে বের করার দায়িত্ব সরকারের। যারা এটা করেছে পরিণতি কিন্তু ভালো হবে না, পানি ঘোলা করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ৩ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]