
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে জানা গেছে।ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকায় পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। এবং সড়কে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
এদিন সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। পরে তাদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা।
অবস্থানকারীদের লাঠিপেটাও করতে দেখা গেছে পুলিশকে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জুলাইযোদ্ধা। তাদেরকে হাসপাতালে নিতে দেখা গেছে।
এই ঘটনার পরে বাইরে গিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। বাইরে লাঠিসোঁটা হাতে দেখা গেছে একদল তরুণকে। ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানিয়ে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন। তাদের দাবিগুলো হচ্ছে-
১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
২.আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বিবার্তা/এদমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]