
এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে ৩.৫ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের টেলিপ্রিন্টার অপারেটর গোলাম মোস্তফা এক বার্তায় জানান, আজ দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। যশোরের মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সবশেষ গত ২১ সেপ্টেম্বর ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সুনামগঞ্জের ছাতক এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে গত ১৪ সেপ্টেম্বরও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি জায়গা। সেটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]