গণপূর্ত অধিদফতরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৫:২৪
গণপূর্ত অধিদফতরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বাড়াতে ৪ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।


রবিবার (২৭ জুলাই) এই আদেশ জারি করা হয়।


আদেশে বলা হয়, গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো:


১. গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী ৬ষ্ঠ-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।


২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।


৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।


৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com