
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বর্তমানে আরিচা প্রান্তিকে ফেরি চিত্রা ১০টি ট্রাক নিয়ে লোড অবস্থায় রয়েছে। অন্যদিকে, ফেরি ধানসিড়ি এবং হামিদুর ২ নম্বর ঘাটে, ফেরি শাহ আলী ৩ নম্বর ঘাটে অবস্থান করছে। ফেরি কষানী ও খানজাহান আলী কাজিরহাট প্রান্তিকে নোঙর করা আছে।
তিনি আরও বলেন, কুয়াশা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। নৌযাত্রা বন্ধ হওয়ায় পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]