
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মিলন দৈনিক গণজমিন পত্রিকার খুলনা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি আড়ংঘাটা প্রেসক্লাবের সভাপতি এবং শলুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে শলুয়া এলাকায় একদল দুর্বৃত্ত মিলনের ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে দেবাশীষ নামের এক পশু চিকিৎসকও আহত হয়েছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো পুলিশ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এই ঘটনায় খুলনার সাংবাদিক সমাজে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]