
সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় জড়িত আসামি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে গতকাল ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৩১) কিশোরগঞ্জ জেলা সদরের কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার বিপি নম্বর (৯৪১৩১৭০৮৪৬)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মোহাম্মদ আলীকে (৩১) গ্রেফতার করা হয়। পরে তাকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ইয়ামিন হত্যাকাণ্ডের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেফতার করে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]