মাদুরো ও তার স্ত্রীর অবস্থান অজানা, ট্রাম্প সরকারের কাছে প্রমাণ চাইলেন রদ্রিগেজ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:১২
মাদুরো ও তার স্ত্রীর অবস্থান অজানা, ট্রাম্প সরকারের কাছে প্রমাণ চাইলেন রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেছেন, শনিবার (৩ জানুয়ারি) ভোরে কারাকাস, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরায় মার্কিন হামলার পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান অজানা।


টেলিফোনে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরকারের কাছে মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসের অবস্থান ও বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় গণমাধ্যম এল ন্যাশিওনাল।


মার্কিন আগ্রাসনের মুখে ‘দেশ রক্ষার জন্য‘ নাগরিক-সামরিক সংমিশ্রণে সক্রিয় হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ।


শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা‘ চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে’।


এদিকে ভেনেজুয়েলা সরকার বলেছে, যুক্তরাষ্ট্র কারাকাসে ‘আগ্রাসন’ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করছে। পরিস্থিতি মোকাবিরায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।


ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছেন।


মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদন মতে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com