
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে । তবে এতে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকার সময়ের সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।
এদিকে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।
কিছুক্ষণ পর অবশ্য ব্রিফিং আবার শুরু হয়। সে সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি এর মধ্যেই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
“আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে কথা বলেছিল। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৌভাগ্যের কথা হলো— ভূমিকম্পে মেক্সিকো সিটি (রাজধানী), গুয়েরেরো কিংবা দেশের কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি”, বলেন প্রেসিডেন্ট শিনবাউম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]