
সীমান্ত সংঘাতের সময় আটক ১৮ জন কম্বোডিয়ার সেনাকে বুধবার মুক্তি দিয়েছে থাইল্যান্ড। দ্বিতীয় দফায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত জুলাই মাস থেকে তারা বন্দি ছিল। উভয় দেশের সরকারই বিষয়টি নিশ্চিত করেছে।
কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়েকত্রা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আটক সেনারা মুক্তি পেয়ে কম্বোডিয়ায় প্রবেশ করেছেন।’ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘সদিচ্ছা ও আস্থার প্রতীক হিসেবে’ ওই ১৮ সেনাকে কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
চলতি মাসে সীমান্তে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত এক ডজন মানুষ প্রাণ হারান এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। গত শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুইটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, সেখানকার পরিস্থিতির উন্নতি শুরু হয়।
উল্লেখ্য, ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। ঔপনিবেশিক আমলের এই সীমানা বিরোধের জেরে দুই দেশই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষসহ মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]