সকালে খালি পেটে গরম পানি খাওয়ার উপকারিতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৫
সকালে খালি পেটে গরম পানি খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

শীতকালে ঠান্ডা পানি খাওয়ায় যেন দায়। এসময় সবাই বেছে নেন হালকা কুসুম গরম পানি। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় তা হলো এটি কী ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে গরম পানি খাওয়া সাধারণত ক্ষতিকর নয়—বরং সঠিকভাবে খেলে এটি উপকারী। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।


দেখে নিন উপকারিতা-


১. হজম শক্তি বাড়ায়: পাকস্থলী সক্রিয় হয়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে


২. শরীরের বর্জ্য বের হতে সহায়তা করে


৩. রক্ত সঞ্চালন ভালো করে


৪. শীতে শরীর গরম রাখতে সাহায্য করে


৫. গলা পরিষ্কার রাখে, কফ জমা কমাতে সহায়ক


কখন ক্ষতিকর হতে পারে?
১. অতিরিক্ত গরম হলে: খুব গরম পানি (ফুটন্ত বা জ্বালানো অবস্থায়) পান করলে গলা ও খাদ্যনালিতে জ্বালা বা ক্ষত হতে পারে।


২. গ্যাস্ট্রিক বা আলসার থাকলে: অতিরিক্ত গরম পানি পাকস্থলীতে অস্বস্তি বাড়াতে পারে।


৩. একসাথে বেশি পরিমাণে খেলে: হঠাৎ বেশি পানি খেলে বমি ভাব বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।


কীভাবে খাবেন নিরাপদে?
১. হালকা গরম বা কুসুম গরম পানি খান
২. এক গ্লাস (২০০–২৫০ মি.লি.) যথেষ্ট
৩. ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন
৪. চাইলে ২–৩ ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন (গ্যাস্ট্রিক না থাকলে)


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com