আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:০৯
আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্টিফেন দুজারিক সরাসরি ‘না’ সূচক জবাব দেন। তিনি বলেন, ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না।’


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করে না।


গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনটি পৃথক প্রশ্ন করা হয়।


প্রথম প্রশ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্টিফেন দুজারিক সরাসরি 'না' সূচক জবাব দেন। তিনি বলেন, 'সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না।'


তবে তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে জাতিসংঘের কান্ট্রি অফিস কারিগরি সহায়তা দিয়ে থাকে। এবারের নির্বাচনে এ ধরনের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, তা পরবর্তীতে জেনে জানাবেন বলে তিনি উল্লেখ করেন।


ব্রিফিংয়ে দ্বিতীয় প্রশ্নটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা প্রসঙ্গে। তার এই প্রত্যাবর্তন নিয়ে দুজারিক বলেন, 'আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।'


উল্লেখ্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি রয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com