কুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
কুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনে স্টেশন মাস্টারের পদায়ন, স্টেশনের সংস্কার করে পূর্ণাঙ্গরূপে চালুসহ ৭ দফা দাবিতে মিরপুর রেল স্টেশনে রেলপথ অবরোধ করা হয়।


মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সহস্রাধিক সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এবং রাজশাহী থেকে খুলনা গামী মহানন্দা ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের রেলযোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।


মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম জানান, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। তাছাড়া দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয়না। আমরা এ বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সাথে বার বার কথা বলেও কোন লাভ হওয়ায় অজকের এই কর্মসূচি। দাবি পূরণ না হলেআরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। পরে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com