নিজের ভিত্তি শক্ত না করে সব বিলিয়ে দেওয়া উচিত নয়: পপি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
নিজের ভিত্তি শক্ত না করে সব বিলিয়ে দেওয়া উচিত নয়: পপি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকদিন ধরেই শোবিজ থেকে আড়ালে রয়েছেন অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময় আছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন।


জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত।


আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’


জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পপি বলেন, ‘পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে।


একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তাঁর সমর্থনেই পথচলা সহজ হয়েছে।’
পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে।


তবে তিনি অভিনয়ে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নন।
তাঁর ভাষ্য, ‘এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।’ এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’।


২০১৯ সালে এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমা ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পায়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পনির্ভর এ ছবিতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com