প্রীতি জিনতার সংসারে আগুনের আঁচ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:১০
প্রীতি জিনতার সংসারে আগুনের আঁচ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সংসারেও এ আগুনের আঁচ লেগেছে। এমন বিধ্বংসী আগুন দেখে ভয়ে কাঁপছেন অভিনেত্রী।


দাবানলের গ্রাস থেকে কোনোমতে বেঁচে শ্রষ্টাকে ধন্যবাদ জানালেন প্রীতি জিনতা। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করে চললেও, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরেই বলা চলে।


প্রীতি বিয়ের পর থেকেই লস অ্যাঞ্জেলসে স্থায়ীভাবে বসবাস করছেন। বিধ্বংসী দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত তার পরিবার। পুড়েছে তাদের বাড়িটিও। নিজেকে কিছুটা সামলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রীতি জিনতা লেখেন, ‘এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা সর্বস্বান্ত হয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাঁই ভেসে বেড়াচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনো সুরক্ষিত।


এরপরই প্রীতি জিনতার সংযোজন, ‘এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শিগগিরই হাওয়ার দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।


প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেদের মতো বড় বড় হলিউড তারকাদের লস অ্যাঞ্জেলসের বাড়িও দাবানলে পুড়েছে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হয়েছে ক্যালিফোর্নিয়া। আর সেই ধ্বংসস্তূপ দেখেই উদ্বিগ্ন প্রীতি জিনতা।


দাবানল ৩৭ হাজার একরেরও বেশি অঞ্চলজুড়ে ছড়িয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com