
মহামারি করোনায় স্পেনে দীপক বড়ুয়া (৫০) আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বার্সেলোনার ডেল মার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, দীপক বড়ুয়া দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হোন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মৃত্যু হয় তার।
দীপক বড়ুয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা থানায়। তিনি স্পেনের বার্সেলোনায় একা বাস করতেন।
প্রসঙ্গত, এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]