শিরোনাম
লেবাননে শেষ হলো অবৈধ বাংলাদেশীদের নাম নিবন্ধন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ০৮:৪৭
লেবাননে শেষ হলো অবৈধ বাংলাদেশীদের নাম নিবন্ধন
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননে কাগজপত্রবিহীন প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফিরতে শেষ হয়েছে নাম নিবন্ধন। ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বৈরুতের ক্লাসিকোর স্টেডিয়ামে চলে এই নাম নিবন্ধন।


৪ দিনে প্রায় চার হাজার বাংলাদেশী দেশে যেতে কোন রকম জরিমানা ছাড়াই শুধুমাত্র এয়ার টিকিটের ৪০০ মার্কিন ডলার পরিশোধ করে বৈরতস্থ বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করেন।


নাম নিবন্ধনের সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে চলছে অর্থনৈতিক মন্দা ও ডলার সঙ্কট। দেশটিতে বাস করা হাজার হাজার বাংলাদেশির জীবনজীবিকা বর্তমানে হুমকির মুখে। পরিস্থিতির শিকার হয়ে বেশিরভাগ বাংলাদেশী মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে অর্থনৈতিক মন্দা কাটিয়ে লেবানন আবারো সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে, এমন আশায় অনেক বাংলাদেশিই লেবাননে টিকে থাকার স্বপ্ন দেখছেন।


এর আগে গত ১৮ ডিসেম্বর অসহায় কর্মহীন হয়ে লেবাননে আটকা পড়া কাগজপত্রবিহীন প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাস কর্তৃক নাম নিবন্ধনের নোটিশ জারি করে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com