
করোনায় মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটির প্রবাসীদের পরিচিতমুখ ও বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তা মামুন মোস্তফা। স্থানীয় সময় রবিবার (২০ ডিসেম্বর) আটলান্টিক সিটির শোর মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মামুন মোস্তফা গত ২ ডিসেম্বর ভোরে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির খবর জানান। হাসপাতালে ভর্তির পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন ছিলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
এদিকে, বর্তমানে আটলান্টিক সিটির বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে। এ নিয়ে উদ্বেগ বেড়েছে পুরো সিটির বাসিন্দাদের মধ্যে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করছেন।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]