শিরোনাম
অস্ট্রেলিয়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬
অস্ট্রেলিয়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া। সিডনির ব্যাংকসটাউন হিমালয় রেস্টুরেরন্ট ও ফাংশন সেন্টারে স্থানীয় সময় রবিবার বিজয় উৎসবের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি সাজেদা আখতার সানজিদা ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত অতিথিদের দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম।


মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্তরা হলেন মো. মিজানুর রহমান তরুন, আবুল হেলাল উদ্দিন, শাহ মো. এনায়েতুর রহিম, আপেল মাহমুদ, হাবিবুর রহমান বিশ্বাস, হুমায়ুন কবির খান, মো. আব্দুর রাশিদ, আমিনুল হক ফারাইজি, এম রেজাউর রহমান, মো. আব্দুল লতিফ, কামরুল আহসান খান, মো. মখদুমই আজান মাশরাফি এবং মো. শাহাদাত খান।


অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠান শুরুর পর লিটন বাউলের সঞ্চালনায় প্রথম পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আয়াজ চৌধুরী, সিডনির কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির সভাপতি ফিলিপ রাডক, স্টেট এমপি মিস ওয়েন্ডি লিন্ডসি, ক্যান্টাবুরি কাউন্সিলের প্রাক্তন ডেপুটি মেয়র কার্ল সালেহ এবং টেলেঅজ এর প্রধান কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অনেকে।


অনুষ্ঠানে এমেরিটাস প্রফেসর রফিকুল ইসলামসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com