
রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় চলন্ত বাস থেকে পড়ে শাকিল (১৩) নামে এক কিশোর মারা গেছে।
বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোট) জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার এসআই হাবিবুর রহমান জানান, বিকালে চকবাজার কামালবাগ মোড়ে চলন্ত বাস থেকে পরে যায় শাকিল। পরে ওই বাসটি তাকে চাপা দেয়। এই ঘটনায় বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]