
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১) বিকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই নব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে উপজেলার তালবাড়ি এলাকায় ধানের চারা (পাতা) নিয়ে রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি পিকআপভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার বানিয়ারচর গ্রামের মৃত নরেশ হালদারের ছেলে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]