
কুড়িগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দও, কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক মমিনুল হক মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, সহঃ অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ সাংবাদিকবৃন্দ।
এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম বলেন, যেহেতু মানুষ সমস্যায় পড়লে প্রথমে থানায় ছুটে যায় এ জন্য কুড়িগ্রামের সকল থানাগুলোকে জনবান্ধব করতে কাজ করবেন তিনি। কেউ যদি থানায় মামলা করতে না পারে তাহলে তার কাছে সাহায্য নিতে পারবে যে কেউ।
সাংবাদিকদের তিনি পুলিশের খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভাল কাজগুলোর প্রশংসা করা সহ সকলের সহযোগিতা কামনা করেন।
বিবার্তা/সৌরভ/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]