
তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলি পৌর নির্বাচনে শেষ দিনে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল সম্পূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হাকিমপুর পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এর কার্যালয়ে, অতিরিক্ত জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম এর হাতে বিকেল ৩ টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী সুরুজ আলী শেখ এবং ৩ টা ৪৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী, স্হানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন এবং সব শেষে স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন তার মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী জামিল হোসেন চলন্ত স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর উপস্থিততে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সোমবার উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে হাকিমপুর পৌর নির্বাচনে মেয়র পদে এন,এ,এম জামিল হোসেন চলন্ত ( নৌকা) সাখাওয়াত হোসেন শিল্পী ( ধানের শীষ) সুরুজ আলী শেখ ( হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে মোট ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১০ জন মনোনয়ন পত্র জমা দেন।
বিবার্তা/রব্বানী/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]