
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রোম মহানগর ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসাইন লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নাল্লিলাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন। তার দেশের বাড়ি বরিশাল গৌরনদী।
তার মৃত্যুতে ইতালি আওয়ামী নেতা এম এ রব মিন্টু, জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, ছাত্রলীগ নেতা অনিক হাওলাদার, ইউসুফ আলী, স্বপন দাস প্রমুখ শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশী কমিউনিটি ছাড়াও ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসীরা।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]