
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে করোনায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ১২টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন নোয়াখালীর বজরার মোহাম্মদ হাবিবুর রহমান ও সিরাজগঞ্জের মাওলানা নুর উদ্দিন। এদের মধ্যে হাবিবুর রহমানকে পোর্ট এলিজাবেথে দাফন করা হয়েছে। নুর উদ্দিনের দাফনের বিষয়ে তথ্য জানা যায়নি।
স্থানীয় বাংলাদেশীরা জানায়, চলতি মাসের ১৬ ডিসেম্বর একই স্থানে হাবিবুরের ভাগ্নে জুয়েল করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]