
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর সুবর্ণচরের দুই ভাইসহ একই উপজেলার ৩ প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের মোস্তফা ও নাসির (আপন দুইভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশের আলমগীর।
জানা গেছে, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান তারা। দেশটির আলওয়াফাতে একটি কোম্পানিতে ইলেকট্রিকের কাজ করতেন তারা। এদিকে মর্মান্তিক মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]