শিরোনাম
প্রশংসায় ভাসছে মালয়েশিয়া আওয়ামী লীগ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ২২:২৬
প্রশংসায় ভাসছে মালয়েশিয়া আওয়ামী লীগ
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় সরকার ঘোষিত রিক্যালিব্রেশন নামে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ায় দ্রুত পাসপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করায় প্রশংসায় ভাসছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা।


জানা গেছে, করোনা মহামারির ধাক্কায় মালয়েশিয়ায় লকডাউনের কারণে বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হচ্ছে প্রবাসীদের। আবেদনের পর হাইকমিশনে জমা হতে সময় লাগছে ৩ থেকে ৪ সপ্তাহ। ঢাকা থেকে প্রিন্ট হয়ে ডেলিভারি দিতে সব মিলিয়ে সময় লাগছে ৩ থেকে ৪ মাস।


মূলত এ সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজতে রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় তার সঙ্গে ছিলেন আব্দুল করিম ও মিনহাজ উদ্দিন মিরান।


মালয়েশিয়ায় ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত রিক্যালিব্রেশন নামে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া। চারটি খাতে ছয় মাস ধরে চলা এ প্রক্রিয়ায় অংশ নিতে মুখিয়ে আছে লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশী।


তবে বৈধকরণ এ প্রক্রিয়ায় বাঁধ সেধেছে সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ার শঙ্কা। লকডাউনের কারণে বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হচ্ছে প্রবাসীদের। আবেদনের পর হাইকমিশনে জমা হতেই সময় লাগছে ৩ থেকে ৪ সপ্তাহ। ঢাকা থেকে প্রিন্ট হয়ে ডেলিভারি দিতে সব মিলিয়ে সময় লাগছে ২ থেকে ৪ মাস।


মূলত এ সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজতে রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় তার সঙ্গে ছিলেন আব্দুল করিম ও মিনহাজ উদ্দিন মিরান।


এসময় অগ্রাধিকার ভিত্তিতে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত একটি আবেদন জমা দেন তারা। আবেদনে উল্লেখ করা হয়, দ্রুত পাসপোর্ট হাতে না পেলে বৈধকরণ এ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আছে অনেক প্রবাসী বাংলাদেশীর। সার্বিক দিক বিবেচনা করে মালয়েশিয়া প্রবাসীরা যাতে দ্রুত পাসপোর্ট সেবা পেতে পারে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।


এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক ফোনালাপের মাধ্যমে পাসপোর্ট অধিদ্যফতরের নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধকরণের যে কর্মসূচির ঘোষণা করেছে সে বিষয়টি মাথায় রেখে, পাসপোর্টের কারণে যাতে কেউ এ প্রক্রিয়া গ্রহণ থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে মালয়েশিয়া হাইকমিশনকেও তৎপর হতে নির্দেশনা দেন মন্ত্রী।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com