শিরোনাম
কুয়েতে বহু বাংলাদেশীর ওয়ার্ক পারমিট বাতিল
প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ০৯:৩২
কুয়েতে বহু বাংলাদেশীর ওয়ার্ক পারমিট বাতিল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুয়েতে গ্রেফতার বাংলাদেশী সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হাজারো বাংলাদেশীর নথি বাতিল করেছে কুয়েত সরকার।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল মাজেন আল-জাররাহ যেসব বাংলাদেশীর কাগজপত্রে সই ও ইস্যু করেছেন সেগুলোই বাতিল করা হয়েছে। কুয়েতি সংবাদমাধ্যম আল কাবাসের বরাতে এ সংবাদ দিয়েছে গালফ নিউজ।


গালফের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব লেনদেন পুনঃপরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এসবের মধ্যে নাগরিকত্ব, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাগজপত্র রয়েছে। ওই সময়টাতে এসব কাজের বিভাগটি ছিল আল-জাররাহ’র দায়িত্বে।


প্রতিবেদনে আরো বলা হয়, পাপুল আল-জাররাহ’র সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে হাজারো বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছেন।


পাপুলের সঙ্গে সংশ্লিষ্ট আল জাররাহ’র সই করা সব নথিই আবার পরীক্ষা করছে দেশটির সরকার।


এক সূত্রের বরাতে আল-কাবাস নিউজ জানায়, সিরিয়ান নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা থাকলেও আল-জাররাহ ভ্রমণ ভিসা দিয়ে তাদের দেশটিতে ঢোকার সুযোগ দিয়েছেন।


প্রসঙ্গত, পাপুলের প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে শুক্রবার আল-জাররাহকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। এখনও তিনি কারাগারেই রয়েছেন। এর আগে পাপুলকেও গ্রেফতার করে দেশটির পুলিশ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com