শিরোনাম
মালয়েশিয়ায় মাদক চোরাচালানের দায়ে বাংলাদেশী গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০২০, ০৯:২০
মালয়েশিয়ায় মাদক চোরাচালানের দায়ে বাংলাদেশী গ্রেফতার
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার সেলানগরে মাদক চোরাচালানের অভিযোগে এক বাংলাদেশীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।


আন্তর্জাতিক গণমাধ্যমকের তথ্য মতে, সোমবার এক সংবাদ সম্মেলনে সুবাং জায়া পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সাতিমান এ তথ্য জানান।


তিনি জানান, বৃহস্পতিবার পেটালিং জেলার সুবাং জায়া শহরের সানওয়ে বন্দর থেকে ওই বাংলাদেশীসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বয়স ৩০-৪০ এর মধ্যে।


সুবাং জায়া পুলিশ বিভাগের সহকারী কমিশনার জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে সিয়াবু নামক একধরণের মাদকদ্রব্যের ২০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৮০ লাখ মালয়েশীয় রিঙ্গিত। এদের মধ্যে দুজনের শরীরে মাদক ব্যবহারের প্রমাণও মিলেছে।


আটককৃতদের কাছ থেকে দুটি গাড়ি ও নগদ অর্থও উদ্ধার করা হয়। অভিযুক্তদের ২৫ জুন পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।


এছাড়া, পৃথক আরেকটি ঘটনায় শুক্রবার মাদক চোরাচালানের অভিযোগে এক লরি ড্রাইভারকে গ্রেফতারের কথাও জানায় মালয়েশীয় পুলিশ। এসব ঘটনায় তদন্ত চলছে বলেও জানানো হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com